‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, বর্তমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’র এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।
বৈঠকে আসন্ন নির্বাচনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে একাধিক উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের মধ্যে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয় এবং কমিটির সক্ষমতা বাড়াতে কয়েকজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। বৈঠক পরিচালনা করেন কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম।
দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। দেশে সন্ত্রাস দমনে দৃশ্যমান অগ্রগতি নেই; বরং ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটছে। মাঠপর্যায়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য সাফল্যও দেখা যাচ্ছে না।
বৈঠকে অভিযোগ করা হয়, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসনের একটি বিশেষ পক্ষের প্রতি ঝুঁকে পড়ার ইঙ্গিত মিলছে, যা নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা। জামায়াত নেতারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে দ্রুত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে কমিটির সদস্য মাওলানা আফম আবদুস সাত্তারসহ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে