ইরানে যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপের হুমকি’ সমর্থন করে না চীন
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক দমনপীড়ন চালাচ্ছে দেশটির সরকার। এ ঘটনায় ইরানে হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপের হুমকির সমালোচনা করেছে চীন। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র মাও নিং সোমবারের নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আমরা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী।
তিনি আরও বলেন, সমস্ত দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আন্তর্জাতিক আইনের মাধ্যমে পুরোপুরি রক্ষা করা উচিত। আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বল প্রয়োগ বা বলের হুমকির বিরোধী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে