শুল্ক কার্যকরে আগস্টের সময়সীমা বাড়ানো হবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, ১০০টিরও বেশি দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সময়সীমা আর বাড়ানো হবে না। নতুন এই শুল্ক কার্যকর হবে আগামী ১ অগাস্ট থেকে। খবর এএফপির।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘আর কোনো সময় বাড়ানো হবে না। ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে।” এর আগের দিন (সোমবার) তিনি সময়সীমাকে ‘কঠোর, তবে একশভাগ নয়’ বলে মন্তব্য করেছিলেন, যা কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছিল।
এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছিল, প্রায় সব বাণিজ্যিক অংশীদার দেশগুলোর কাছ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। তবে বেশ কয়েকটি দেশের জন্য নির্দিষ্ট শুল্ক হার কার্যকর করার প্রক্রিয়া দুই দফা পেছানো হয়—প্রথমে ৯ জুলাই এবং পরবর্তীতে ১ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার ট্রাম্প বলেন, যেসব দেশকে চিঠি পাঠানো হয়েছে, তারা যেন বুঝে নেয়—এটাই চূড়ান্ত সময়সীমা। শুল্ক আরোপের বিষয়ে নতুন করে আর কোনো নতুন ছাড় বা সময় দেয়া হবে না। ”
এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ নিশ্চিত করেছেন ট্রাম্প। এছাড়া ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং মালয়েশিয়ার মতো দেশগুলোর ওপর ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।
ট্রাম্প অভিযোগ করেছেন, এসব দেশ যুক্তরাষ্ট্রকে সমান বাণিজ্যিক সুবিধা দেয়নি।
তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনো দেশ প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যারা পাল্টা আঘাত করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে।”
তবে কিছু দেশের জন্য ছাড়ও দেয়া হয়েছে। লাওস ও কম্বোডিয়ার ক্ষেত্রে পূর্বপ্রস্তাবিত তুলনায় কম শুল্ক আরোপ করা হচ্ছে, যা প্রশাসনের ভাষায় ‘গঠনমূলক সংলাপের’ ফল।
বিদেশি নেতাদের কাছে পাঠানো চিঠিতে ভবিষ্যতে অবস্থান পরিবর্তনের সুযোগ রেখেছেন ট্রাম্প। সেখানে লেখা, “যদি কোনো দেশ তাদের বাণিজ্য নীতিতে পরিবর্তনের সদিচ্ছা দেখায়, তবে এই চিঠির বিষয়বস্তু পুনর্বিবেচনা করা হতে পারে। আমাদের সম্পর্কের দৃঢ়তার ভিত্তিতে এই শুল্কে পরিবর্তন আনা সম্ভব।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে