Views Bangladesh Logo

কোনো দেশকেই ‘বিশ্বের বিচারক’ মানা হবে না: ভেনেজুয়েলা ইস্যুতে চীন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটক করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং কোনো দেশেরই 'বিশ্বের বিচারক' সাজার চেষ্টা মেনে নেবে না।

রোববার (৪ জানুয়ারি) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে 'ভেনেজুয়েলার আকস্মিক পরিস্থিতি'র কথা তুলে ধরেন ওয়াং। তিনি বলেন, 'আমরা কখনোই বিশ্বাস করি না যে কোনো দেশ বিশ্বের পুলিশ হিসেবে কাজ করতে পারে, কিংবা আমরা এটা মেনে নিই না যে কোনো দেশ নিজেকে বিশ্বের বিচারক দাবি করতে পারে।'

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আন্তর্জাতিক আইনের অধীনে সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা পুরোপুরি সুরক্ষিত থাকা উচিত।' গত শনিবার ৬৩ বছর বয়সী মাদুরোকে চোখ বাঁধা ও হাতকড়া পরা অবস্থায় দেখার পর ভেনেজুয়েলার মানুষ যখন স্তব্ধ হয়ে পড়ে, তখন বেইজিংয়ের পক্ষ থেকে এটিই ছিল প্রথম কোনো আনুষ্ঠানিক মন্তব্য।

বর্তমানে মাদুরো নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন। মাদক-সংক্রান্ত অভিযোগে সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ