আসামে সহপাঠীদের ওপর হামলায় ৫ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার
ভারতের আসাম রাজ্যের শিলচরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) ক্যাম্পাসে সংঘর্ষের সময় সহপাঠীদের ওপর হামলার ঘটনায় পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই পাঁচ শিক্ষার্থীই ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) এর বৃত্তি নিয়ে সেখানে পড়াশোনা করছিলেন।
অভিযোগ রয়েছে, গত ৮ সেপ্টেম্বর সংঘটিত সংঘর্ষের সময় বহিষ্কৃত শিক্ষার্থীরা লোহা, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে তাদেরই বাংলাদেশি সহপাঠীদের ওপর হামলা চালায়।
এনআইটি সূত্রে জানা যায়, এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুজন মাথায় গুরুতর আঘাত পান। তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের (এসএমসিএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
ওই ঘটনার পর কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীদেরকে হোস্টেল থেকে বহিষ্কার করে। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কক্ষ তল্লাশি করে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
এই ঘটনাকে ‘গণ সহিংসতা’ আখ্যা দিয়ে পাঁচ শিক্ষার্থীকে দুই সেমিস্টার অর্থাৎ এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করেছে এনআইটি কর্তৃপক্ষ। যেহেতু তাদের ক্লাস এবং ক্যাম্পাসে থাকার অনুমতি নেই। এজন্য তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে বলে জানা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে