ঢাকায় নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকার কদমতলি, শনির আখরা এলাকায় শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক নবম শ্রেণীর ছাত্রীকে বাথরুমে ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
মৃত্যু বরনকারী ছাত্রী সামিয়া আক্তার (১৫ বছর বয়সী) মূলত চাঁদনায়, কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি যাত্রাবাড়ীর দনিয়ার বর্ণমালা আদর্শ স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডিউটিরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
পরিবারের বরাতে জানা যায়, সামিয়া বাথরুমে গিয়েছিলেন এবং দীর্ঘ সময় ধরে সাড়া না দেয়ায় পরিবার দরজা ভেঙে তাকে কাপড়ের হ্যাংগারে ঝুলন্ত অবস্থায় পান। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।
তার ভাই নাজমুল জানান, সামিয়া সম্প্রতি ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত মানসিক চাপের মধ্যে ছিলেন, যা তার মানসিক কষ্টের একটি কারণ হতে পারে। এই বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে কিছুটা বকাঝকা করা হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনস্পেক্টর মো. ফারুক ঘটনাটি নিশ্চিত করেছেন এবং জানান, দেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কদমতলি থানা এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং ঘটনাটির নিয়ে আরও তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে