Views Bangladesh Logo

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭

শ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। এর মধ্যে ৫৬ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামের ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতির মুখে পড়েছে।

অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং বাকি ১৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭০ জন এবং মারা গেছে ২৫৭টি গবাদিপশু।

বন্যা মোকাবিলায় জাতীয় কমিটি জানিয়েছে, ইতোমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সরকার ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ২১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশে বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হওয়ায় এ অঞ্চলে বন্যার প্রভাব ক্রমেই বাড়ছে। শুধু ২০২৪ সালেই নাইজারের আটটি অঞ্চলে টানা বর্ষণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ