ক্যান্সার ও বার্ধক্য প্রতিরোধে নতুন সম্ভাবনা, অস্ট্রেলীয় বিজ্ঞানীদের প্রোটিন আবিষ্কার
ক্যান্সার ও বয়সজনিত রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের এক যুগান্তকারী আবিষ্কার। সিডনির চিলড্রেনস মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এর গবেষকরা তিনটি গুরুত্বপূর্ণ প্রোটিন শনাক্ত করেছেন, যা কোষ বিভাজনের সময় ডিএনএ রক্ষাকারী টেলোমারেজ এনজাইমকে নিয়ন্ত্রণ করে।
গবেষকরা জানান, NONO, SFPQ এবং PSPC1 নামের এই প্রোটিনগুলো টেলোমারেজকে সুনির্দিষ্টভাবে ক্রোমোজোমের প্রান্তে পৌঁছাতে সাহায্য করে। টেলোমারেজ এমন একটি এনজাইম যা কোষের টেলোমিয়ারকে স্থিতিশীল রাখে, ফলে বার্ধক্য প্রক্রিয়া ধীর হয়। তবে বিপরীতে, ক্যান্সার কোষগুলো এই এনজাইমকে কাজে লাগিয়ে অস্বাভাবিক হারে বংশবিস্তার করে।
গবেষণায় দেখা গেছে, এই প্রোটিনগুলোর কার্যকারিতা বন্ধ করে দিলে ক্যান্সার কোষে টেলোমিয়ার রক্ষা ব্যাহত হয়, যা টিউমারের বৃদ্ধি থামিয়ে দিতে পারে।
গবেষণার প্রধান লেখক আলেকজান্ডার সবিনফ বলেন, 'এই প্রোটিনগুলো যেন কোষের ভেতরের আণবিক ট্রাফিক কন্ট্রোলার টেলোমারেজকে সঠিক জায়গায় পৌঁছাতে নির্দেশ দেয়।'
জ্যেষ্ঠ গবেষক হিলডা পিকেট বলেন, 'এই আবিষ্কার ক্যান্সার, বার্ধক্যজনিত জটিলতা এবং টেলোমিয়ারঘটিত জেনেটিক রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।'
গবেষণাপত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী ন্যাচার কমিউনিকেশনস -এ প্রকাশিত হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে