Views Bangladesh Logo

নতুন রাজনৈতিক দল এনপিএ'র আত্মপ্রকাশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করাদের একাংশ ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টদের নিয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)।

শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে তিনজন মুখপত্রসহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মুখপত্র হলেন লেখক ফেরদৌস আরা রুমী, এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করা মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান), ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করা অনিক রায়, অলিক মৃ, লেখক ও গবেষক মীর হুযাইফা আল মামদূহ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ অনেকে।

বিভিন্ন মতাদর্শের তরুণ অ্যাকটিভিস্ট, ছাত্রনেতা, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর অনুসারীরা এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

তারা জানিয়েছেন, বাংলাদেশের বিদ্যমান শাসনকেন্দ্রিক ক্ষমতাকাঠামোয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ শাসক ও ক্ষমতাসীন শ্রেণির অনুগত থেকে জনগণের ওপর ক্ষমতাচর্চার অংশীদার হয় এবং এই ক্ষমতাকে সম্পদ বানানোর কাজে ব্যবহার করে। ফলে জনগণের রক্ষক ভক্ষকে পরিণত হয়। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে জনগণের অধিকার সুরক্ষা ও সেবাভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপান্তর করতে চাই।

এর জন্য দরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে সরকার, সরকার প্রধান ও সরকার গঠনকারী দলের নিয়ন্ত্রণ ও প্রভাবমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করা



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ