এবার বন্যার কবলে নিউ মেক্সিকোও, টেক্সাসে মৃত বেড়ে ১০৯ জন
যুক্তরাষ্ট্রের টেক্সাসের পর এবার আকস্মিক বন্যার কবলে নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। রাজ্যটির বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ।
প্রতিবেশী রাজ্য টেক্সাসে ভয়াবহ বন্যায় আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। তাদের মধ্যে বহু শিশু রয়েছে। অন্তত ১৬১ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।
টেক্সাসের কার কাউন্টির গুয়াদালুপে নদীর পানি শুক্রবার (৪ জুলাই) ভোরে প্রবল বৃষ্টিতে হঠাৎ বেড়ে প্রবল বন্যার সূত্রপাত ঘটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ কাউন্টিতেই মারা গেছেন অন্তত ৮৭ জন, যাদের ৫৬ জন প্রাপ্তবয়স্ক ও ৩১ জন শিশু। মৃতদের মধ্যে রয়েছেন খ্রিস্টান গার্লস সামার ক্যাম্প ‘ক্যাম্প মিস্টিকের’ ২৭ জন শিক্ষার্থী ও কর্মী। এখন পর্যন্ত ১৯ জন প্রাপ্তবয়স্ক ও সাতজন শিশুর পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় শেরিফ অফিস।
এদিকে কাদামাখা নদীতীর ও জলাবদ্ধ এলাকায় নিখোঁজদের সন্ধানে এখনো তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। তবে জীবিত আর কাউকে খুঁজে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যে আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাসে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
অন্যদিকে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর আসছে দক্ষিণ নিউ মেক্সিকোর পাহাড়ি গ্রাম রুইডোসো এলাকা থেকে। সেখানে বন্যার পানিতে এক বাবা ও দুই সন্তান ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে, যাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।
গ্যাভিলান ট্রেলার পার্কেও উদ্ধারকাজ চলছে এবং বাড়িঘর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে কোনো আহত বা মৃত্যুর খবর নিশ্চিত না করলেও অসংখ্য মানুষ নিখোঁজ থাকার কথা জানিয়েছেন ওই এলাকার মেয়র।
বন্যাকবলিত অন্য এলাকাগুলোতেও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ। নদী, খাল ও খাদে বন্যার তীব্রতা বেশি হওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে