Views Bangladesh Logo

কখনোই ফিলিস্তিন রাষ্ট্র হবে না: নেতানিয়াহু

সরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিপক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। বরং তিনি অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নতুন পরিকল্পনা উন্মোচন করেছেন, যা সমালোচকদের মতে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পূর্ব জেরুজালেমের কাছাকাছি মাআলে আদুমিম বসতিতে অন্তত ৩ হাজার ৪০০ নতুন আবাসন নির্মাণের লক্ষ্যে ইস্ট-ওয়ান প্রকল্পের চুক্তিতে সই করেন নেতানিয়াহু। এই প্রকল্প বাস্তবায়ন হলে পশ্চিম তীর বিভক্ত হয়ে যাবে এবং ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও সুসংহত হবে বলে ধারণা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নেতানিয়াহু ঘোষণা দেন, “কখনোই ফিলিস্তিন রাষ্ট্র হবে না। এই ভূমি আমাদের।”  তিনি আরও অঙ্গীকার করেন, মাআলে আদুমিম বসতিতে জনসংখ্যা দ্বিগুণ করবেন।

এই সম্প্রসারণ পরিকল্পনা ইতোমধ্যেই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে থাকে, অথচ নতুন বসতি স্থাপন সেই অঞ্চলকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করার হুমকি তৈরি করছে।

আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরে সব ইসরায়েলির বসতি অবৈধ হিসেবে বিবেচিত হলেও, ইসরায়েল তা অস্বীকার করে।

এদিকে নেতানিয়াহুর পদক্ষেপকে ‘অন্ধকারের অতল গহ্বরে ঠেলে দেয়া’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য।

একই সঙ্গে জাতিসংঘের ১৪৯ সদস্য রাষ্ট্রের স্বীকৃতির পর আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ