Views Bangladesh Logo

ইউরোপের বিভিন্ন দেশে শিশুদের দুধের ফর্মুলা প্রত্যাহার করল নেসলে

উরোপের একাধিক দেশে শিশুদের জন্য ব্যবহৃত দুধের ফর্মুলার কিছু ব্যাচ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে। সোমবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, ইতালি ও সুইডেনে এসব পণ্য বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

নেসলে জানায়, তাদের একটি প্রধান সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করা একটি উপাদানে মানগত ত্রুটি ধরা পড়েছে। এ কারণে সম্ভাব্যভাবে প্রভাবিত সব শিশুখাদ্য পণ্যে ব্যবহৃত অ্যারাকিডোনিক অ্যাসিড তেল ও সংশ্লিষ্ট তেলের মিশ্রণ পরীক্ষা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন পর্যন্ত এসব পণ্যের সঙ্গে কোনো অসুস্থতার ঘটনা নিশ্চিত হয়নি। তবে ঝুঁকি এড়াতেই এই প্রত্যাহার কার্যক্রম চালানো হচ্ছে।

নেসলে আরও জানায়, সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ যথাযথভাবে নেওয়া যায়। একই সঙ্গে অভিভাবক ও যত্নকারীদের আশ্বস্ত করে প্রতিষ্ঠানটি বলেছে, পণ্য প্রত্যাহারসহ সব প্রয়োজনীয় ব্যবস্থা তারা বাস্তবায়ন করছে।

ফ্রান্সে নেসলে জানিয়েছে, নতুন তদন্তে কিছু ব্যাচে সেরিউলাইড নামের একটি বিষাক্ত উপাদানের সম্ভাব্য উপস্থিতির তথ্য পাওয়ায় গুইগোজ ও নিডাল ব্র্যান্ডের কিছু শিশুখাদ্য ‘প্রতিরোধমূলক ও স্বেচ্ছামূলকভাবে’ প্রত্যাহার করা হচ্ছে। এই বিষাক্ত উপাদান হজমজনিত সমস্যা সৃষ্টি করতে পারে।

নেসলে তাদের স্থানীয় ওয়েবসাইটে আক্রান্ত পণ্যের ব্যাচ নম্বর প্রকাশ করেছে। বিভিন্ন দেশে এসব পণ্য ভিন্ন নামে বিক্রি হয়। জার্মানিতে এসব পণ্য ‘বেবা’ ও ‘আলফামিনো’ নামে বাজারজাত করা হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভোক্তারা পণ্য ফেরত দিয়ে অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া ভোক্তাদের প্রশ্নের উত্তর দিতে একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ