Views Bangladesh Logo

সংসদ ভেঙে দিলেন নেপালের প্রেসিডেন্ট, নির্বাচন ৫ মার্চ

নেপালের জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। একইসঙ্গে আগামী বছরের ৫ মার্চ নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা করা হয়েছে।


তীব্র গণআন্দোলনে নেপালি কংগ্রেস সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদে বিদায়ী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়োগ দেন প্রেসিডেন্ট পাউডেল। স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত নয়টায় শপথ নেন নেপালের ইতিহাসে প্রথম এই নারী প্রধানমন্ত্রী। এর পর পরই তার সুপারিশেই সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট।


প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল জানান, সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত ছোট মন্ত্রিসভা ছয় মাস মেয়াদ পাবে, যার প্রধান কাজ হবে আগামী বছরের ৫ মার্চ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন।


প্রেসিডেন্ট, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং ‘জেন-জি বিপ্লব’ আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সর্বসম্মতিক্রমে সুশীলা কার্কিকে এই পদে নির্বাচিত করা হয়। শপথগ্রহণের পর আবেগঘন মুহূর্তে আন্দোলনের তরুণ নেতা সুদান গুরুং নতুন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তার পা ছুঁয়ে আশীর্বাদ নেন।


২০১৬ সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হয়েছিলেন সুশীলা কার্কি।


নেপালে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের মূল কারণ রাজনৈতিক দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং রাজনৈতিক নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপন। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনা চলছিল। পরে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি আরোপ করলে পরিস্থিতি আরও খারাপ হয় এবং প্রতিবাদকারীরা রাস্তায় নেমে আসেন। ৮ সেপ্টেম্বর সংসদ ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন প্রতিবাদকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগে সেদিন ১৯ জন নিহত হন, যা পরে বেড়ে ৫১ জনে দাঁড়ায়। এই বিক্ষোভ ‘জেন-জি বিপ্লব’ নামে পরিচিতি লাভ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ