নেপালে কারাগার থেকে পলাতক সাড়ে ১৩ হাজার কয়েদি, গুলিতে নিহত ২
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটির রামেছাপ জেলা কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনাবাহিনীর গুলিতে দুই কয়েদি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
সরকারবিরোধী সহিংস বিক্ষোভের সুযোগে বিভিন্ন কারাগার থেকে প্রায় সাড়ে ১৩ হাজার কয়েদি পালিয়ে যায়। তাদের মধ্যে ইতোমধ্যে ১৯২ জনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লুট হওয়া প্রায় ১০০টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে।
নেপালের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজবিরাজ শহরের একটি কারাগার থেকে পালানো কয়েদিদের মধ্য থেকে ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে, সীমান্ত পেরিয়ে বিহার, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের চেষ্টা করার সময় অন্তত ৬০ জন নেপালি কয়েদিকে আটক করে নেপালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশ চেষ্টা চালালেও পলাতক কয়েদিদের ধরতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে