Views Bangladesh Logo

পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালে চলমান সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, রাজধানী কাঠমান্ডুর বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি বৈঠকে তিনি পদত্যাগ করেন। বৈঠকে উপস্থিত এক মন্ত্রীর বরাতে বলা হয়েছে, সোমবারের বিক্ষোভে কাঠমান্ডুতে ১৭ জন এবং ইতাহারিতে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৪০০ জন। জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের নেতৃত্বে হওয়া আন্দোলনে হতাহতের দায় স্বীকার করে নৈতিক দায়িত্ববোধ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন।

এর আগে সকালে নেপালি কংগ্রেসের দপ্তর প্রধানদের বৈঠকে দলটির দুই মহাসচিব গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তারা অভিযোগ করেন, সহিংসতায় হতাহতের ঘটনায় নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন লেখক। যদিও দলীয় সভাপতি শের বাহাদুর দেউবা এ বিষয়ে নীরব ছিলেন, লেখক বৈঠকেই পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং পরে তা প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেন।

গত বছরের ১৫ জুলাই রমেশ লেখক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। কিন্তু সোমবার সকালে সরকারি প্রশাসনে দুর্নীতি, জবাবদিহিতা প্রতিষ্ঠা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তরুণ প্রজন্মের হাজারও মানুষ রাজধানীতে বিক্ষোভ শুরু করে। আন্দোলন দ্রুত বড় শহরগুলোতেও ছড়িয়ে পড়ে।

সারাদিনের বিক্ষোভ ভয়াবহ সহিংস আকার ধারণ করলে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয় এবং সেনা মোতায়েন করা হয়। কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে। সন্ধ্যা পর্যন্ত অন্তত ২০ জনের প্রাণহানি ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সহিংস পরিস্থিতির কারণে শর্মা সরকারের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ