আবারও ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল নেপাল, কারফিউ জারি
নেপাল আবারও জেন-জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। উত্তেজনা বাড়ায় দেশটির কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। গত সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতনের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় সহিংস ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, নেপালের বারা জেলায় জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে কেপি ওলি নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপাল–ইউএমএল (সিপিএন-ইউএমএল) সমর্থকদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয় এবং বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত কারফিউ জারি থাকে।
এর আগে বুধবার বারা জেলার সিমারা এলাকায় দুই পক্ষ আলাদা কর্মসূচি নিয়ে বিক্ষোভ শুরু করলে দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিমানবন্দরের কাছেও হাতাহাতির ঘটনা ঘটে। নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে বলেন, এ ঘটনায় গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
এদিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলোকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করে বলেছেন, ২০২৬ সালের ৫ মার্চের নির্বাচনের আগে সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে হবে।
কার্কি জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সকল রাজনৈতিক নেতার নিরাপদ চলাচল ও একটি ভয়মুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বুধবার তিনি ১১০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, দেশটি যেন নতুন প্রজন্মের নেতৃত্বে এগিয়ে যেতে পারে—সেটাই এখন সবচেয়ে জরুরি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে