ফেসবুক, ইউটিউবসহ প্রধান সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করল নেপাল
অপব্যবহার ঠেকাতে নিবন্ধন বাধ্যতামূলক করার পরও শর্ত পূরণ না করায় নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার)-এর মতো প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেশটির সরকার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। খবর রয়টার্স।
নেপালের সরকার জানায়, ভুয়া আইডির মাধ্যমে ঘৃণা ছড়ানো, গুজব, সাইবার অপরাধ ও সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার ঘটনা বাড়ছিল। তাই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছিল। সরকারের দেওয়া সময়সীমা ছিল বুধবার পর্যন্ত। এতে স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম দেয়ার শর্তও ছিল।
তবে মেটা (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম), অ্যালফাবেট (ইউটিউব) ও এক্স প্ল্যাটফর্মগুলো সময়মতো নিবন্ধন সম্পন্ন করেনি। এ কারণে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) এসব প্ল্যাটফর্মের অ্যাক্সেস বন্ধের নির্দেশ দেয়া হয়।
দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, 'আমরা তাদের নিবন্ধনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা আমাদের উপেক্ষা করেছে। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।'
অন্যদিকে, যেসব প্ল্যাটফর্ম শর্ত পূরণ করে নিবন্ধন করেছে, সেগুলো চালু রয়েছে। এর মধ্যে রয়েছে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পপো লাইভ। টেলিগ্রাম ও গ্লোবাল ডায়রি নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে, যা বর্তমানে সরকারের পর্যালোচনায় রয়েছে।
নেপালের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো প্ল্যাটফর্ম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলে সঙ্গে সঙ্গে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
এর আগে গত বছর টিকটকের ওপরও সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির সরকার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে