Views Bangladesh Logo

ইসির ওয়েবসাইটে যুক্ত হলো এনসিপির ‘শাপলা কলি’ প্রতীক

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দকৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক ‘শাপলা কলি’র স্কেচ যুক্ত করা হয়েছে ইসির ওয়েবসাইটে। ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ইসির নির্ধারিত এই স্কেচ অনুযায়ীই এনসিপির প্রতীক থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন ‘শাপলা কলি’ প্রতীক নির্ধারণ করেছে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

তিনি এক বার্তায় জানান, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নির্বাচনি প্রতীক হিসেবে গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রদত্ত ‘শাপলা কলি’ প্রতীক ব্যবহারের অনুরোধ রইলো সবার প্রতি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে নিজ নিজ দলের প্রতীকের ছবি থাকে। এই তালিকায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যুক্ত হওয়ার পর প্রতীকের ঘর এতদিন খালি ছিল। বুধবার এই তালিকায় যুক্ত হয়েছে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’। তবে এখনও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাদী) এর নামের পাশে প্রতীক যুক্ত করেনি ইসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ