জোটের মধ্য দিয়ে নতুন বন্দোবস্তের দাবিকে এগিয়ে নেব: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জোটের মধ্য দিয়ে নতুন বন্দোবস্তের দাবিকে এগিয়ে নিয়ে যাব। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোট নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনা হয়েছে। এনসিপি এখনো মূল দাবিতেই অটল।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে এনসিপির ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ প্রকাশ করা হয়। ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশগুলো উপস্থাপন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, আমরা অনেক সুযোগ মিস করেছি, আবার অনেক অর্জনও হয়েছে। অনেকের প্রশ্ন ছিল, আমরা পুরানো দলের সঙ্গে জোট করে নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে সরে এলাম কি না। আমরা স্পষ্ট করেছি, এই জোটে কিছু ন্যূনতম জায়গায় রাজনৈতিক ঐকমত্য হয়েছে। এটি মূলত একটি নির্বাচনী জোট। আমাদের চেষ্টা থাকবে, এই জোটের মাধ্যমে সংস্কারের দাবি বাস্তবায়ন এবং আমাদের অগ্রাধিকারগুলো পূরণ করতে।
বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নির্বাচনী প্রচারের ‘থিম সং’ বাজানো হয়।
পরে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বক্তব্য দেন।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল ইশতেহারের উপজীব্য বিষয়গুলো উপস্থাপন করেন।
অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া প্রমুখ উপস্থিতি ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে