Views Bangladesh Logo

গণভোটের প্রচারে এনসিপির ১১ দিনের পদযাত্রা

সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে টানা ১১ দিনের পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বাংলামোটরের এনসিপি কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রামের উদ্দেশে এই পদযাত্রার উদ্বোধন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

পদযাত্রায় অংশ নেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সদস্য সচিব মুনিরা শারমিন, নির্বাচনী পদযাত্রার মুখ্য সমন্বয়ক ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম জানান, গণভোটের পক্ষে জনমত গঠন এবং জনগণের কাছে দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য। কর্মসূচির অংশ হিসেবে দেশের ২৪টি জেলায় জনসভা, পথসভা ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে এনসিপির শীর্ষ নেতারা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণাতেও অংশ নেবেন।

তিনি আরও জানান, সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরে পথসভা, বেলা ১১টায় চান্দগাঁও এলাকায় জনসভা এবং বিকেল ৪টায় লক্ষ্মীপুরে জনসভা অনুষ্ঠিত হবে।

পরদিন নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লা শহরে জনসভার আয়োজন করা হয়েছে। এ সময় পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ অংশ নেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ