Views Bangladesh Logo

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, বাকি তিন আসনে শিগগিরই চূড়ান্ত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটি আসনের প্রার্থী খুব শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারগুলোতে দলীয় প্রতীক ‘শাপলা কলি’তে ভোট চাওয়া হয়েছে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে এনসিপির শীর্ষ নেতাদের একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত আসনে প্রার্থী করা হয়েছে।


ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নির্বাচন করছেন।

অন্য প্রার্থীরা হলেন-

ঢাকা–১৮: আরিফুল ইসলাম আদীব

লক্ষ্মীপুর–১: মাহবুব আলম

সিরাজগঞ্জ–৬: এস এম সাইফ মোস্তাফিজ

নরসিংদী–২: সারোয়ার তুষার

নারায়ণগঞ্জ–৪: আবদুল্লাহ আল আমিন

বান্দরবান: এস এম সুজা উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া–২: মাওলানা আশরাফ মাহদী

চট্টগ্রাম–৮: জোবাইরুল হাসান আরিফ

ব্রাহ্মণবাড়িয়া–৩: মোহাম্মদ আতাউল্লাহ

দিনাজপুর–৫: মো. আবদুল আহাদ

নোয়াখালী–২: সুলতান মুহাম্মদ জাকারিয়া

ঢাকা–১৯: দিলশানা পারুল

ঢাকা–২০: নাবিলা তাসনিদ

কুড়িগ্রাম–২: আতিক মুজাহিদ

ময়মনসিংহ–১১: জাহিদুল ইসলাম

টাঙ্গাইল–৩: সাইফুল্লাহ হায়দার

ঢাকা–৯: জাবেদ রাসিন

গাজীপুর–২: আলী নাছের খান

মুন্সিগঞ্জ–২: মাজেদুল ইসলাম

পিরোজপুর–৩: শামীম হামিদী

নাটোর–৩: এস এম জার্জিস কাদির

এই ২৭ জন প্রার্থীই ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ২৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি তিনটি আসনের প্রার্থী খুব দ্রুতই ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে সংবাদ সম্মেলন করে জামায়াত, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয়।

এই ঐক্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি জোটে না এসে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেয়। তবে বাকি ৩২টি আসনে তারা অন্যদের সমর্থন দেবে বলে জানায়।

এই নির্বাচনী সমঝোতার আওতায় এনসিপি ৩০টি আসনে নির্বাচন করছে, যদিও দলটির ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার পর এনসিপি তাদের আসন সংখ্যা বাড়াতে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা শুরু করেছে।

এনসিপি সূত্র জানায়, আসন বাড়ানোর বিষয়ে জামায়াত এখনো ইসলামী আন্দোলনের অবস্থান চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। ফলে শেষ পর্যন্ত এনসিপির আসন সংখ্যা বাড়বে কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ