Views Bangladesh Logo

১১৯ আসনে ১৩১ প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের

জাতীয় পার্টি ও জাতীয় পার্টি (জেপি)-এর নেতৃত্বে গঠিত নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি আসনে মোট ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে কয়েকটি আসনে একাধিক প্রার্থীও দেওয়া হয়েছে।

প্রার্থী ঘোষণা উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রার্থীদের নাম পড়ে শোনান জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক চুন্নু।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর জাতীয় পার্টির একাংশ ও জাতীয় পার্টির (জেপি)-এর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশসহ মোট ১৮টি রাজনৈতিক দল এই জোটে রয়েছে।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শরিক দলগুলো হলো— জাতীয় পার্টির (জাপা) আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন অংশ, বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি), জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (মহসিন রশিদ), জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসদ (শাহজাহান সিরাজ), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণ আন্দোলন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ