জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের (২৯) জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে শিক্ষিকার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তার মরদেহ চারুকলা বিভাগের প্রাঙ্গণে নেয়া হবে এবং পরে পাবনার সদর উপজেলায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানাজার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান শোক প্রকাশ করে বলেন, “শেষ পর্যন্ত আমাদের সকলকে চলে যেতে হবে। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে জীবনযাপন করলে বিদায়ও শান্তিপূর্ণ ও অর্থবহ হবে। আমি সবার কাছে তার জন্য দোয়া চাই।”
শিক্ষিকার মৃত্যু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, নির্বাচন কমিশন এই বিষয়টি দেখছেন, এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি আরও বলেন, “ক্যাম্পাসে নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো প্রয়োজন, যাতে কাজ আরও স্বচ্ছ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা যায়।”
জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে