বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থিতা প্রত্যাহার না করায় জোট ছাড়ল নাগরিক ঐক্য
বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে সরে এসে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে নাগরিক ঐক্য। দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরও বিএনপি ছাড় না দেওয়ায় তারা জোট ছাড়তে বাধ্য হয়েছেন। একই সঙ্গে তিনি ১১টি আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
বুধবার (২১ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলও (জেএসডি) আসন সমঝোতা না হওয়ায় বিএনপির জোট থেকে সরে গিয়ে একক নির্বাচনের ঘোষণা দেয়।
নাগরিক ঐক্যের জোটত্যাগের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বগুড়া-২ আসন। ওই আসনে মাহমুদুর রহমান মান্না প্রার্থী হলেও বিএনপি শেষ মুহূর্তে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেয় এবং তা প্রত্যাহার করেনি। এতে জোটের মধ্যে চূড়ান্ত বিভক্তির সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা যায়, বিষয়টি সমাধানে মাহমুদুর রহমান মান্না বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। তবে কোনো সমাধান না হওয়ায় গত সোমবার তিনি জরুরি সংবাদ সম্মেলন করে ‘একলা চলো’ নীতিতে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২—এই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া আরও ৯টি আসনে দলীয় প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জোটসঙ্গীদের সঙ্গে আসন সমঝোতার কথা জানিয়ে ১০ নেতার নাম প্রকাশ করেছিলেন। সেই তালিকায় মাহমুদুর রহমান মান্নাও ছিলেন। তবে পরবর্তী সময়ে বগুড়া-২ আসনে বিএনপি প্রার্থী বহাল থাকায় শেষ পর্যন্ত নাগরিক ঐক্য জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে