Views Bangladesh Logo

সামরিক জেট ভূপাতিত করার দাবি মিয়ানমারের বিদ্রোহীদের

মিয়ানমারের সংঘাতপীড়িত সাগাইং অঞ্চলে একটি সামরিক যুদ্ধবিমান ভেঙে পড়ে আগুন ধরেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় একটি বিদ্রোহী গোষ্ঠী বিমানটি ভূপাতিত করার দাবি করলেও দেশটির সামরিক সরকার বলছে, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এমআরটিভি জানিয়েছে, ম্যান্ডালয়ের পশ্চিমে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত পালে টাউনশিপে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। তবে বিমানটির ধরন বা এতে কেউ হতাহত হয়েছে কি না—সে বিষয়ে কিছু জানানো হয়নি। জানানো হয়েছে শুধু, উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল চীনের তৈরি এফটিসি-২০০০জি মডেলের। এটি আকাশ ও ভূমিতে হামলার জন্য ব্যবহৃত হয়ে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। আশপাশে মানুষের দেহাবশেষ বলেও ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নামে একটি স্থানীয় বিদ্রোহী বাহিনী দায় স্বীকার করেছে। সংগঠনটির মুখপাত্র নি নি কিয়াও আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পালে টাউনশিপের একটি পুলিশ স্টেশনে হামলার সময় তারা বিমানটি ভূপাতিত করে।

তিনি অভিযোগ করেন, গত এক সপ্তাহে মিয়ানমারের সেনাবাহিনী ওই অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যেখানে পিএলএ ও তাদের মিত্র গোষ্ঠীগুলো জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

সাগাইং অঞ্চলটি বর্তমানে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর থেকেই দেশজুড়ে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ