মিয়ানমারে রাখাইনে বিমান হামলায় নিহত ৩১
মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে সামরিক জান্তা বাহিনী বিমান হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীর বরাতে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।
হামলা বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী হাসপাতালে সংঘটিত হয়। ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেন, “এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।” রাতের বেলায় হাসপাতালের বাইরে মৃতদেহগুলো সাদা কাপড়ে ঢাকা অবস্থায় সারিবদ্ধ রাখা হয়েছিল।
রাখাইন প্রায় সম্পূর্ণরূপে আরাকান আর্মির (আআ) নিয়ন্ত্রণে রয়েছে। আরাকান আর্মি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির বেসামরিক সরকার উৎখাতের জন্য সক্রিয়। স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, রাত ৯টার সময় বিমান হামলায় হাসপাতালে ভর্তি ১০ জন রোগী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এ ব্যাপারে সামরিক জান্তার মুখপাত্রের মন্তব্য এখনও পাওয়া যায়নি। দেশজুড়ে নির্বাচনের আগে বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন অঞ্চল পুনর্দখলের জন্য সামরিক জান্তা ব্যাপক অভিযান চালাচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে