Views Bangladesh Logo

মিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট মারা গেছেন

মিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট উ মাইয়েন্ত সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানী নেপিডোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সকাল ৮টা ২৮ মিনিটে তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে সামরিক সরকারের পক্ষ থেকে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তবে কোথায় এবং কখন তা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি জান্তা প্রশাসন।

সাবেক জেনারেল মাইয়েন্ত সোয়ে ছিলেন সেনাবাহিনীর ঘনিষ্ঠ সহযোগী। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে সরিয়ে দিলে, জান্তার পৃষ্ঠপোষকতায় তিনি প্রেসিডেন্ট হন। যদিও প্রকৃত ক্ষমতা সবসময়ই সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের হাতেই ছিল। প্রেসিডেন্ট পদে আসার আগে তিনি ছিলেন ‘ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট’—অং সান সু চির নেতৃত্বাধীন আধা-গণতান্ত্রিক সরকারের সময়, যেখানে তিনি বেসামরিক ও সামরিক বাহিনীর মধ্যে একটি ভারসাম্য রক্ষার ভূমিকা পালন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ