বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁলেন ইলন মাস্ক
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদের পরিমাণ নতুন এক মাইলফলক ছুঁয়েছে। বুধবার (১ অক্টোবর) কিছু সময়ের জন্য তার মোট সম্পদ ৫০০ বিলিয়ন বা হাফ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, যা ইতিহাসে কোনো একক ব্যক্তির জন্য প্রথম।
ফোর্বস সাময়িকীর রিয়েল-টাইম বিলিয়নিয়ারস ট্র্যাকারের তথ্য অনুযায়ী, বুধবার কিছু সময়ের জন্য টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্কের সম্পদ ৫০০.১ বিলিয়ন ডলার ছাড়ায়। যদিও পরে তা সামান্য কমে ৪৯৯.১ বিলিয়ন ডলারে নেমে আসে।
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ইলন মাস্ক বাকি সবার চেয়ে অনেক এগিয়ে আছেন। দ্বিতীয় স্থানে থাকা ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি এলিসনের মোট সম্পদ ৩৫০.৭ বিলিয়ন ডলার এবং তৃতীয় স্থানে থাকা মেটার (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পদ ২৪৫.৮ বিলিয়ন ডলার।
দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইলন মাস্কের ব্যবসায়িক সাফল্যের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। সে সময় একটি প্রকাশনা সফটওয়্যার কোম্পানি ৩০০ মিলিয়ন ডলারে বিক্রি করে তিনি প্রথম মিলিয়নিয়ার হন। এরপর তিনি অনলাইন আর্থিক লেনদেন প্রতিষ্ঠান পেপালের সাথে যুক্ত হন এবং পরে সেই উদ্যোগ থেকে বেরিয়ে আসেন। ২০০২ সালে তিনি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স প্রতিষ্ঠা করেন এবং ২০০৪ সালে টেসলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
এক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে রাজনীতিতে জড়িত থাকার কারণে মাস্কের টেসলার শেয়ারের মূল্য কিছুটা কমে গিয়েছিল। তবে রাজনীতি থেকে সরে আসার পর তিনি সেই ধাক্কা কাটিয়ে উঠেন। এতে তার অন্যান্য প্রতিষ্ঠানের আয়ও আগের চেয়ে বেড়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে