Views Bangladesh Logo

মুম্বাইয়ে গণেশ উৎসব ঘিরে ১ কোটি প্রাণহানির হুমকি, হাই অ্যালার্ট জারি

শুক্রবার ভারতের মুম্বাই‍য়ে একাধিক বিস্ফোরণের হুমকি বার্তা পাওয়ার পর নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ওই বার্তায় দাবি করা হয়, ‘মানব বোমা’ ভর্তি ৩৪টি গাড়ি শহরের বিভিন্ন স্থানে রাখা হয়েছে। এতে করে গণেশ চতুর্থী উদযাপনের আগে হাই এলার্ট জারি করেছে মুম্বাই পুলিশ।

এনডিটিভি জানায়, মুম্বাই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে বার্তাটি পাঠানো হয়। এর পরপরই শহরজুড়ে নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়, অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এবং নজরদারি আরও জোরদার করা হয়।

হুমকির বার্তাটি ‘লস্কর-ই-জিহাদি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে। এতে দাবি করা হয়, পাকিস্তান থেকে ১৪ জন জঙ্গি ভারতে প্রবেশ করেছে। আরও বলা হয়, পরিকল্পিত হামলায় ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে যা বার্তায় উল্লেখ করা হয়, প্রায় এক কোটি মানুষের প্রাণহানি ঘটাতে সক্ষম।

মুম্বাই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হুমকির বিষয়টি নিশ্চিত করে জানান, সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এই হুমকি বার্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। শহরজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং পার্কিং লট, বেইসমেন্টসহ সব ধরনের জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।’

অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)-কেও সতর্ক করা হয়েছে এবং তারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে বিষয়টি তদন্ত করছে।

এক সংবাদ সম্মেলনে পুলিশের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা নাগরিকদের আশ্বস্ত করে বলেন, ‘মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী ও সুশৃঙ্খল। আমাদের বাহিনী সক্ষম এবং প্রস্তুত। শহরজুড়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে, কোনো এলাকা বাদ রাখা হচ্ছে না।’

চরম উত্তেজনার মধ্যে পুলিশ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং গুজব না ছড়ানো বা যাচাই ছাড়া কোনো গুজবে বিশ্বাস না করার অনুরোধ করেছে।

গণেশ উৎসব একটি প্রধান হিন্দু ধর্মীয় উৎসব। এ উৎসবে বিপুল জনসমাগম হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ