Views Bangladesh Logo

নয়াপল্টনে বিএনপির শোকাতুর নেতাকর্মীদের ঢল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন। প্রিয় নেত্রীর বিদায়ে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকেই কার্যালয় প্রাঙ্গণে কান্নার রোল পড়ে যায়—কেউ অঝোরে কাঁদছেন, কেউবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন স্মৃতিচারণায়।

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার সকাল ১০টা থেকে দলীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে পবিত্র কোরআনখানি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বুধবার জানাজার আগ পর্যন্ত এই কোরআনখানি চলবে। শোকের প্রতীক হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও শোকবার্তা নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। কেউ কার্যালয়ের সামনে, কেউ রাস্তায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন, আবার কেউ নীরবে চোখের জল ফেলছেন। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা কার্যালয়ে উপস্থিত হন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। তাঁর মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান বলে মনে করছেন অনেকেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ