Views Bangladesh Logo

রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ভোরে মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে গেছে।

শনিবার মধ্যরাত পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার কিংবা শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি ছিল ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের। তিনি সেটি থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ করে রেখেছিলেন।

শনিবার ভোরে এক ব্যক্তি থানার ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলের তালা ভাঙেন। এ সময় আরেকজন ব্যক্তি থানার বাইরে পাহারায় ছিলেন। তালা ভাঙার পর তারা মোটরসাইকেলটি ঠেলে নিয়ে পালিয়ে যান।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, মোটরসাইকেলটি থানার পার্কিং থেকে চুরি হয়ে গেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। তদন্ত চলছে।

শিগগিরই মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলেও জানান এই ওসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ