Views Bangladesh Logo

'জামায়াত ক্ষমতায় গেলে মায়েরা ৫ঘণ্টার কাজ করে ৮ ঘণ্টার বেতন পাবেন'

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ৫ কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে। নারীদের কর্মে নিয়োগের নীতিমালা করা হবে। কর্মক্ষেত্রে নারীরা ৫ ঘণ্টা কাজ করবেন বিনিময়ে ৮ ঘণ্টার পারিশ্রমিক পাবেন। 

তবে কোনো কোম্পানি যদি এতে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেসব কোম্পানিকে তিন ঘণ্টার ভর্তুকি দিবে সরকার।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে, সরকার সেসব নারীকে সম্মানিত করবে।

সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরে ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত একটি প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ ঘণ্টার বেতন দায়িত্বপ্রাপ্ত মালিকপক্ষ দেবে এবং অতিরিক্ত ৩ ঘণ্টার পারিশ্রমিক সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। পাশাপাশি ঘরে থাকা নারীদের ‘রত্নগর্ভা মা’ হিসেবে সম্মানিত করার কথাও জানান তিনি। নারীরা চাইলে পূর্ণ ৮ ঘণ্টা কাজ করার সুযোগও পাবেন।

শফিকুর রহমান আরও বলেন, নির্বাচিত হলে জনগণকে তার কাছে যেতে হবে না; বরং তিনি নিজেই মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসবেন। তরুণদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, সমাজের আবর্জনা দূর করে দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যুবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সুশিক্ষার অভাবে দেশ বিভিন্ন সমস্যায় জর্জরিত। আল্লাহ সুযোগ দিলে প্রতিটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে 'ঘুনে ধরা সমাজ পরিবর্তন' করার অঙ্গীকারও ব্যক্ত করেন জামায়াত আমির।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ