মা-বোনেরাও জামায়াতকে চয়েস করবে: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের মা-বোনেরাও আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে চয়েস করবে।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে নির্বাচিত করে, তবে জামায়াত তা মেনে নেবে এবং সহযোগিতা করবে। দুর্নীতির বিরুদ্ধে, বিচার বিভাগের স্বাধীনতা ও প্রয়োজনীয় সংস্কারের পক্ষে যারা থাকবে, আমরা তাদের সঙ্গেই থাকব।
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা দেখছেন জামায়াত আমির। তিনি বলেন, শঙ্কা থাকলেও প্রথমে তা নির্বাচন কমিশনকে জানানো হবে। সমাধান না হলে জাতির সামনে বিষয়টি তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায়, তবে কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে—তা আমরা জানি না।
দেশের গণমাধ্যম নিয়ে অভিযোগ তুলে শফিক বলেন, সাম্প্রতিক সময়ে গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়ছে। তিনি দাবি করেন, অভ্যুত্থানের সময়েও গণমাধ্যম একই ধরনের ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। গণমাধ্যম বা প্রশাসন যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খল গলায় পরে, তবে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। জনগণ সবকিছু মনে রাখে, তাদের বোকা ভাবার কোনো সুযোগ নেই।
নির্বাচনে জয়ী হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার কথাও জানান জামায়াত আমির। তিনি বলেন, সব দেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে