Views Bangladesh Logo

বিদেশি পণ্য বাদ দিয়ে দেশীয় পণ্য গ্রহণের আহ্বান মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশবাসীকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মোদির এই আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক টানাপোড়েনে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এরপর থেকে মোদি ‘স্বদেশি’ অর্থাৎ দেশীয় পণ্য ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছেন।

মোদির সমর্থকরা ইতোমধ্যেই ‘মার্কিন ব্র্যান্ড বয়কট’ প্রচারণা শুরু করেছেন। এতে রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড যেমন ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপল, যা বিশেষ করে ভারতের তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে মোদি বলেন, ‘আমরা প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি; কিন্তু সচেতন নই যে এগুলো আমাদের দেশের না। এগুলো বাদ দিতে হবে। আমাদের অবশ্যই উচিত, ভারতে তৈরি পণ্য কেনা।’

যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশীয় পণ্য কেনার ওপর জোর দিলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। তিনি দোকানদারদেরও দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দেয়ার আহ্বান জানান।

ভারতের ১৪০ কোটি মানুষের বিশাল বাজার বহু বছর ধরে মার্কিন ভোক্তা পণ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু বড় শহর নয়, এখন ছোট শহর-গঞ্জেও মার্কিন পণ্যের প্রসার ঘটেছে, বিশেষ করে অনলাইন জায়ান্ট অ্যামাজনের মাধ্যমে।

সম্প্রতি বহু ভারতীয় কোম্পানি নিজেদের স্থানীয় পণ্য প্রচারে জোর দিয়েছে।

এদিকে, এমন পরিস্থিতির মধ্যে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শিগগিরই ওয়াশিংটন সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় কূটনীতিকরা আশা করছেন, এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন কমাতে সহায়ক হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ