Views Bangladesh Logo

সাত বছর পর চীন সফরে গেছেন মোদি

দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানের দুইদিনের সফর শেষে শনিবার (৩০ আগস্ট) তিনি চীনের বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

মোদি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নেবেন, যা চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হবে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন।

এই সফরে মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে সীমান্ত ইস্যু, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট এবং যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু আলোচ্য হবে। দুই দেশের সম্পর্ক বিশেষত ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর টানাপোড়েনের মধ্যে রয়েছে, তবে সাম্প্রতিক সময়ে উভয় দেশ সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে এসে সীমান্ত দ্বন্দ্ব সমাধানে সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নেন।

জাপান সফরে মোদি বলেছেন, চীন ও ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। গত বছর রাশিয়ার কাজানে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ