Views Bangladesh Logo

মবোক্রেসি সব জায়গায় চলে না: মির্জা আব্বাস

বোক্রেসি সব জায়গায় চলে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, আমি ঢাকায় ভেসে আসিনি। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করিনি।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রতিপক্ষ প্রার্থীকে হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে মির্জা আব্বাস ব্যালট পেপার নিয়ে অসংগতির অভিযোগ তুলে বলেন, ব্যালট পেপারে যা দেখছি, সেটা উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত দ্রুত এটা ঠিক করা।

তিনি জানান, বিএনপি আনুষ্ঠানিক প্রচারণায় না গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখছে।

ঢাকা-৮ আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, আমি নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই। দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই। এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা-৮ আসনে মব তৈরি করার চেষ্টা করে, তার দায় তাকেই নিতে হবে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, পরিস্থিতি আরও খারাপ করার জন্য কিছু প্রার্থী উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তারা চান কোনো ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘিত হোক।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যেকোনো ধরনের উসকানিতে কান দেবেন না। আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে, তারা কোনো প্ররোচনায় পা দেবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ