যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ
রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টা থেকে তারা এ অবরোধ শুরু করেন। এতে সড়কের একটি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কুড়িল বিশ্বরোড থেকে রামপুরাগামী সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
ব্যবসায়ীরা জানান, আগামী ১৬ ডিসেম্বর সরকার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালু করতে যাচ্ছে। এর আগেই মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কোনও সাড়া না পেয়ে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) আন্দোলনে নেমেছে। এর অংশ হিসেবে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীরা আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে