Views Bangladesh Logo

এমএন মাল্টিমিডিয়ার ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা রেজেন্সি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হয়েছে দুইদিনব্যাপী 'এমএন মাল্টিমিডিয়া প্রেজেন্টস ঢাকা রেজেন্সি বিয়ে বাড়ি উৎসব ২০২৫।' ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিত এই ব্রাইডাল ফেস্টিভ্যালের গোল্ড স্পন্সর ছিল নোরিক্স-ওয়ান।

ফ্যাশন জগতের তারকা, জনপ্রিয় ডিজাইনার, জুয়েলারি ও লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন সৃজনশীল প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইভেন্টটি ছিল দর্শকে পরিপূর্ণ। উৎসবের প্রধান আকর্ষণ ছিল দৃষ্টিনন্দন ফ্যাশন শো, কিডস ফ্যাশন শো এবং লাইভ মিউজিক। সংগীত পরিবেশন করেন সাবরিনা সাবা ও রোমিও ব্রাদার্স। পুরো আয়োজন পরিচালনা করেন এমএন মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও শো ডিরেক্টর কাজী নাজমুল হাসান।

ইভেন্টের ম্যাচমেকিং পার্টনার ছিল ম্যারেজ সলিউশন বিডি। স্টল পার্টনার হিসেবে অংশ নেয় বিশ্বরঙ, রাথাজ, আরোশ, স্পৃহা, প্রাডা আল উদ, অ্যান আনসেম্বল, জারা, ল্যাম হা করপোরেশন এবং ভেলোরা—যাদের স্টল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি’র ম্যানেজিং ডিরেক্টর সাহেফ নাসির। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেজেন্সির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মি. মাহমুদ এবং সাংবাদিক রাজু আলিম।

ব্রাইডাল ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিলেন চিত্রনায়িকা বুবলি। পাশাপাশি উপস্থিত ছিলেন বারিশা হক, বুশরা কবির এবং ইসাইয়া তাসিন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

দুইদিনব্যাপী এই উৎসবে ডিজাইনারদের নতুন কালেকশন, ট্রেন্ডি ব্রাইডাল লুক এবং লাইফস্টাইল ব্র্যান্ডের নানামুখী পণ্য প্রদর্শনী দর্শনার্থীদের একটি সম্পূর্ণ ব্রাইডাল অভিজ্ঞতা দেয়। সফল আয়োজনে বৃহৎ ইভেন্ট ব্যবস্থাপনার দক্ষতার প্রমাণ রাখলো এমএন মাল্টিমিডিয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ