মিশা সওদাগরের হাত ধরে যাত্রা শুরু করল ‘সিগনেচার লাইফস্টাইল’
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের হাত ধরে যাত্রা শুরু করল নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘সিগনেচার লাইফস্টাইল’। মঙ্গলবার রাজধানীর উত্তরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই লাইফস্টাইল ব্র্যান্ডটি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধন করলেন আট শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা।
উদ্বোধন অনুষ্ঠানে মিশা সওদাগর বলেন, বিভিন্ন ব্র্যান্ডের ওপেনিংয়ের জন্য নিয়মিত প্রস্তাব পাই। কিন্তু সেগুলোর কোনোটিই এতদিন আমাকে আগ্রহী করতে পারেনি। এবারই প্রথম সিগনেচার লাইফস্টাইলের উদ্বোধন করলাম। এর কারণ হলো, দর্শক যেমন আমাকে বিশ্বাস করেন, আমিও সিগনেচার লাইফস্টাইলকে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রিপন আহমেদ সাকিব ও লাইলা আহমেদের চিন্তা-চেতনা ভালো। তারা সততার সঙ্গে ব্যবসা করছে এবং চলমান সংস্কৃতি নিয়ে কাজ করছে। দামও সবার নাগালের মধ্যে। কম দামে ব্র্যান্ডের পণ্য দিচ্ছে। ফ্যাশনের ব্যাপারে আমি সবসময় সচেতন। প্রতিষ্ঠানটির নতুন পথচলায় শুভকামনা জানাই।
সিগনেচার লাইফস্টাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লাইলা আহমেদ বলেন, আমাদের পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে রাখা হয়েছে। এখানে সব বয়স ও রুচির মানুষের জন্য বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে। কম দামে ভালো মানের পণ্য দেওয়াই আমাদের লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে।
এদিকে অনুষ্ঠানে সাম্প্রতিক ক্রিকেট ইস্যু নিয়েও কথা বলেন মিশা সওদাগর। রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সাকিবকে দেশে আরও আগেই ফেরানো উচিত ছিল।
তিনি আরও বলেন, সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মেলালে সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়। মেধাবীদেরই জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত। ক্রিকেট ও রাজনীতিকে এক করা যাবে না।
এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়া বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছিলেন মিশা সওদাগর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে