Views Bangladesh Logo

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ২২ জন খালাস

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে নাশকতা ও ককটেল বিস্ফোরণের মামলায় খালাস দিয়েছেন আদালত। ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনের সমাবেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের জেরে পল্টন থানায় মামলাটি করেছিল পুলিশ।

খালাসপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন বিএনপি নেতা শাকিব হোসেন, লোকমান হোসেন, ফারুক হোসেন ও এস এম আব্বাস এবং যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, আসিফ ওমর ফারুক, নজরুল ইসলাম জুয়েল, ইসমাইল হোসেন দুলাল, মিজানুর রহমান টিপু ও লায়ন হক।

রোববার (৫ অক্টোবর) এফআইআর ও চার্জশিটভুক্ত ২২ জন আসামির সবাইকে খালাস দেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত।

মামলাটি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের তৎকালীন সহকারী কমিশনারের গাড়িচালক কনস্টেবল মো. শাহীন আলম। সংঘর্ষের সময় তারা বিজয়নগর পানির ট্যাঙ্কির কাছে ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন বলে এতে অভিযোগ করা হয়।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও জাকির হোসেন জুয়েল আদালতে আসামিদের খালাসের আবেদন জানান। তারা বলেন, আগের সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করেছিল। অভিযোগগুলোকে সম্পূর্ণ বানোয়াট বলেও বর্ণনা করেন তারা।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ