মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে নাশকতার মামলা থেকে অব্যাহতি
২০১৩ সালে পল্টন ও শাহজাহানপুর থানায় দায়ের করা পৃথক দুই নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ জন নেতা-কর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। এদিন মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে মামলাগুলো থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের অব্যাহতি দেন।
মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ে অবৈধভাবে সমাবেশ, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে পুলিশ এসব মামলা দায়ের করে। পরবর্তী সময়ে এসব মামলায় মির্জা আব্বাসসহ একাধিক নেতা-কর্মী কারাবরণ করেন।
দুই মামলায় শুরুতে মোট ৪৯ জন আসামি ছিলেন। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। এছাড়া মামলার অন্যতম আসামি বিএনপি নেতা মওদুদ আহমেদ মৃত্যুবরণ করায় অবশিষ্ট ৪৫ জন আসামিকেই আদালত অব্যাহতি দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে