Views Bangladesh Logo

শেখ হাসিনার আমলে জঙ্গি হামলা সাজানো ছিল: মাহমুদুর রহমান

শেখ হাসিনার শাসনামলে সংঘটিত জঙ্গি হামলার ঘটনাগুলো ‘নাটক’ ছিল বলে দাবি করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি জানান, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক তার বইয়ে এ ধরনের উল্লেখ করেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ-সংক্রান্ত একটি মামলায় তিনি এই দাবি করেন। এই মামলায় আসামি হিসেবে রয়েছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী মামুন।

মাহমুদুর রহমান বলেন, ‘আইজিপি শহিদুল হকের লেখা থেকে প্রমাণিত হয় যে কথিত জঙ্গি হামলাগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো হয়েছিল।’ এর আগে তিনি সোমবারের সাক্ষ্যে দাবি করেছিলেন, ‘শেখ হাসিনা ফ্যাসিবাদী কৌশল অবলম্বন করে বিচারব্যবস্থাকে ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।’

মঙ্গলের সাক্ষ্যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পরিস্থিতির সঙ্গে তুলনা করে বলেন, ‘যেভাবে হিটলারের পর বিশ্ব বলেছিল ‘নেভার অ্যাগেইন’, আমরাও চাই এই বিচার প্রমাণ করুক—বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে।’

তিনি আরও বলেন, ‘এই মামলার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে জুলাই মাসের ভুক্তভোগী পরিবার, আহত ও তাদের স্বজনদের শোক কিছুটা হলেও লাঘব হবে।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ