Views Bangladesh Logo

মেট্রোরেল নির্ধারিত সময় অনুযায়ীই চলবে আজ

জ শুক্রবার মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে আজ (১২ ডিসেম্বর) থেকে সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছিলেন ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা–কর্মচারীরা। এতে মেট্রোরেলের যাত্রীসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিলেও শেষমেশ প্রতিষ্ঠানটি যাত্রীদের আশ্বস্ত করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, শুক্রবার থেকে মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে এবং যাত্রীসেবা আগের মতোই অব্যাহত থাকবে।

পোস্টে আরও বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, সেবা সচল থাকবে নির্ধারিত সময়েই।

উল্লেখ্য, বুধবার এক বিজ্ঞপ্তিতে আজ থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ