Views Bangladesh Logo

মেট্রোরেলে দুর্ঘটনার পর যাত্রী কমেছে ১০ শতাংশ: ডিএমটিসিএল এমডি

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার পর মেট্রোরেলে গড়ে ১০ শতাংশ কম যাত্রী যাতায়াত করছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ফারুক আহমেদ বলেন, আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে এই সংখ্যা চার লাখের আশপাশে রয়েছে। তিনি জানান, ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি।

গত ২১ নভেম্বর সারাদেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুটি টেইলস ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটলের বিষয়ে নিশ্চিত তথ্য নেই। তিনি আরও বলেন, "আপনার আমার বাসাবাড়িতেও এমন কিছু পড়েছে।"

এদিকে, রোববার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে ওঠার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ হয়। ফারুক আহমেদ জানান, "একটা ছেলে ছাদে উঠে গেছে এটা জানার পরই আমাদের সিকিউরিটি সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ফেলে। আল্লাহর রহমত কোনো ক্ষতি হয়নি।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ