Views Bangladesh Logo

সর্বাত্মক কর্মবিরতিতে মেট্রোরেল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জ সকাল থেকে ডিএমটিসিএলের একাংশের ডাকা সর্বাত্মক কর্মবিরতির কারণে মেট্রোরেলের সব লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিয়ম অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা এবং মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন থেকে চলেনি।

বিভিন্ন স্টেশনের নিচের কলাপসিবল গেট লাগানো দেখা গেছে। যাত্রীরা স্টেশনে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে অনেকে ভোগান্তিতে পড়েছেন।

চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে আজ সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। যদিও বৃহস্পতিবার রাতে ডিএমটিসিএল জানিয়েছিল, শুক্রবার মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে, কিন্তু আন্দোলনকারীরা সে সিদ্ধান্ত মানেননি।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আন্দোলনকারীদের দাবি পূরণের প্রক্রিয়া চলছে। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও যাত্রীসেবা বন্ধ করে দেওয়ায় বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ