মেট্রোরেলে ‘বাচ্চা চুরি’ বিভ্রাট: অনুসন্ধানে যা জানা গেল
রাজধানীর মেট্রোরেলে শিশু অপহরণের অভিযোগ ঘিরে সৃষ্ট বিভ্রান্তির ঘটনায় প্রকৃত তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ঘুমন্ত অবস্থায় থাকা দুই শিশুকে দু’জন পুরুষ মেট্রোরেলে করে নিয়ে যাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর যাত্রীদের একাংশ শিশুগুলো অপহরণ করা হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেন এবং ওই দু’জন পুরুষ জনরোষের মুখে পড়েন।
ভিডিওতে দেখা যায়, সন্দেহের মুখে পড়া দুই ব্যক্তি চাপের মধ্যে স্বাভাবিকভাবে কথা বলতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একপর্যায়ে মেট্রোরেলের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রায় মারধরের পরিস্থিতি তৈরি হয়।
এ বিষয়ে Fantasy Child Development Unit (FCDU)-এর জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান ভিউজ বাংলাদেশকে জানান, “ভিডিওতে থাকা শিশুরা আমাদের প্রতিষ্ঠানের নিয়মিত থেরাপি সেশনে আসে। ঘটনার দিন তাদের বাবা-মা ব্যস্ত থাকায় শিশুদের ড্রাইভার ও একজন কেয়ারটেকারের মাধ্যমে সেন্টারে পাঠানো হয়। এটি সম্পূর্ণ অনুমোদিত এবং নিরাপদ ব্যবস্থা ছিল। এখানে কোনো অপহরণ বা ঝুঁকির ঘটনা ঘটেনি।”
তিনি আরও জানান, শিশুরা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং ঘটনার ভিডিওটি ভুলভাবে উপস্থাপিত হওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এব্যাপারে ভুক্তভোগীরা জানান, তাদেরকে জেরার এক পর্যায়ে সাথে থাকা শিশুটি বারবার বলতে থাকে যে এই দুই ব্যক্তি তাদের পূর্বপরিচিত। তবু্ও, সাধারণ যাত্রীরা তাদের হেনস্তা করতে থাকে। পরবর্তীতে তাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে পারিবারিক এবং সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন হন। তারা এধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, এই শিশুদের বাড়ি পুরাতন ঢাকায়।বেশিরভাগ দিনই থেরাপি সেশনে তাদের সাথে তাদের মা-বাবা আসলেও, আজ ব্যস্ততা থাকায় দুইজন সহযোগী শিশুদের বাড়ি ফিরিয়ে নিতে আসে এবং মেট্রোরেলে হেনস্তার শিকার হন।
ঘটনাটি নতুন করে আলোচনায় এনেছে গণপরিবহনে সন্দেহ ও নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ঝুঁকি। সংশ্লিষ্টরা বলছেন, যাচাই ছাড়া এমন সন্দেহ জনরোষে রূপ নিলে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে