Views Bangladesh Logo

মার্কেন্টাইল ব্যাংকের নেতৃত্বে নেত্রকোণায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

Press Release

প্রেস রিলিজ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নেত্রকোণা জেলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন জেলা পাবলিক হল মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনের লিড আয়োজক ছিলো মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

কনফারেন্সে জেলার ২৪টি তফসিলি ব্যাংক এবং ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং আর্থিক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

মার্কেন্টাইল ব্যাংকের এসইভিপি ও চীফ অপারেটিং অফিসার মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ শাখার পরিচালক মো. এনামুল করিম খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এমদাদুল হক এবং সোনালী ব্যাংক পিএলসি’র নেত্রকোণা কর্পোরেট শাখার এজিএম দীপক চন্দ্র।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপপরিচালক সানি মো. শাহারিয়ার ইসতিয়াক, মার্কেন্টাইল ব্যাংকের এফএভিপি ও নেত্রকোণা শাখা প্রধান মো. রবিউল করিম, এভিপি ও ইনস্টিটিউশনাল লায়াবিলিটি মার্কেটিং ডিভিশন প্রধান তপন জেমস রোজারিও, ব্যাংকের প্রধান কার্যালয় ও নেত্রকোণা শাখার কর্মকর্তারা।

এ ছাড়া সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংকের ইনস্টিটিউশনাল লায়াবিলিটি মার্কেটিং ডিভিশনের সহযোগিতায় ব্যাংকের নেত্রকোণা শাখা এ আয়োজন করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ