Views Bangladesh Logo

ব্লকচেইনভিত্তিক ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মে স্থানীয় ঋণপত্র ইস্যু কার্যক্রমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ

Press Release

প্রেস রিলিজ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ব্লকচেইনভিত্তিক “গ্রিন এলসি” প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ঋণপত্র (Local LC) আদান-প্রদানের প্রুফ অব কনসেপ্ট কার্যক্রমে সফলভাবে অংশগ্রহণ করেছে। এই প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেড। এ কার্যক্রমে ওয়ান ব্যাংক পিএলসি বেনেফিশিয়ারি ব্যাংক হিসেবে অংশ নেয়।

মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল রূপান্তরের এ অগ্রযাত্রা দেশের ট্রেড ফাইন্যান্স খাতে নিরাপদ, কাগজবিহীন এবং পূর্ণ ডিজিটাল ইকো-সিস্টেম গড়ে তোলার প্রয়াসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রক্রিয়াটিতে অংশগ্রহণ ব্যাংকের বাণিজ্যিক লেনদেন ডিজিটালাইজেশনের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন।

বাংলাদেশ ব্যাংকের এফই সার্কুলার নং-০৬, তারিখ ১৪ জানুয়ারি ২০২৫ অনুসারে এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এতে ঋণপত্র প্রক্রিয়ার সব ধাপ — ট্রান্সমিশন, অ্যাডভাইজিং, ডকুমেন্ট প্রেজেন্টেশন, অ্যাকসেপ্টেন্স এবং সংশ্লিষ্ট যোগাযোগ ডিজিটাল মাধ্যমে সম্পন্নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ২৫ জুন আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রুফ অব কনসেপ্ট কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান অসীম কুমার সাহা, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মো. জাহিদ হোসেন, ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী এবং স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের এন্টারপ্রাইজ সেলস ডিরেক্টর ফারহানুর রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ