মেঘালয়ে জঙ্গি পুনর্গঠনের আশঙ্কা উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী, বাংলাদেশের ওপর নজরদারি
ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা রাজ্যে জঙ্গি পুনর্গঠনের গুঞ্জন নাকচ করেছেন। তিনি জানিয়েছেন, গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে নিয়মিত তথ্য পাওয়া গেলেও তা যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
মঙ্গলবার (২৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাংমা বলেন, “আমরা কি নড়াচড়ার বিষয়ে গোয়েন্দা ইনপুট পাচ্ছি? হ্যাঁ, পাচ্ছি। কিন্তু যাচাই করে দেখা যায়, এগুলো আসলে ছোটখাটো দল এরা জঙ্গির মতো নয়, বরং দস্যুর মতো আচরণ করছে। তাই বলা হচ্ছে জঙ্গি পুনর্গঠন চলছে একেবারেই সঠিক নয়।”
তিনি আরও বলেন, গত এক বছরে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে। “গত বছরের মতো পরিস্থিতি নেই। ভিন্ন ভিন্ন কার্যক্রম ও গতিশীলতা তৈরি হচ্ছে। আমরা বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। জাতীয় নিরাপত্তার কারণে সব বিস্তারিত বলা যাচ্ছে না, তবে আমরা সতর্ক আছি।”
সম্প্রতি রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) এক মন্তব্যে জঙ্গি পুনর্গঠনের বিষয়টি ইঙ্গিত করেছেন বলে সংবাদমাধ্যমে খবর আসে। এ প্রসঙ্গে সাংমা বলেন, "ডিজিপি শুধু গোয়েন্দা তথ্যের কথা বলেছেন, নিশ্চিত কোনো পুনর্গঠনের নয়। মিডিয়া হয়তো বক্তব্যের প্রথম অংশ নিয়েছে। আসল বিষয় হলো প্রতিদিনই ইনপুট আসে, কিন্তু যাচাই না করে সিদ্ধান্তে আসা যায় না।"
মেঘালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে সাংমা বলেন, সীমান্তের দুই পাশের পরিস্থিতি নিয়েই নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় আছে।
উল্লেখ্য, একসময় হাইনিউট্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএলসি) ও গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ) রাজ্যে সক্রিয় ছিল। তবে দীর্ঘ অভিযানের পর জঙ্গি তৎপরতা অনেকটাই কমে গেছে। ২০১৮ সালে জিএনএলএ প্রধান সোহান ডি শিরা নিহত হওয়ার পর সংগঠনটি কার্যত ভেঙে পড়ে। যদিও এইচএনএলসি এখনও সীমান্তের ওপার থেকে মাঝে মাঝে বিবৃতি দিয়ে থাকে।
সরকারের দাবি, এখন পর্যন্ত জঙ্গি পুনর্গঠনের কোনো প্রমাণ মেলেনি এবং শান্তি বজায় রাখাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে