যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিধ্বস্ত মেডিকেল বিমান
যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে একটি ছোট আকারের মেডিকেল বিমান। স্থানীয় সময় রোববার বিকেল ৪টার দিকে এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘বিচক্র্যাফট বি-২০০’ মডেলের ১২ মিটার দীর্ঘ উড়োজাহাজটি আকাশে ওঠার পরপরই ভেঙে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলে ওঠা ধ্বংসাবশেষে ঢেকে যায় বিমানবন্দর এলাকা।
এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
বিমানটি নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করেছিল। এটি ছিল জিউশ এভিয়েশনের মালিকানাধীন একটি মেডিকেল এয়ারক্রাফট, যা রোগী পরিবহনের কাজে ব্যবহার হতো। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানে মেডিকেল সরঞ্জামও ছিল।
এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিস আগুন নেভাতে বিমানবন্দরে বিশেষ টিম পাঠিয়েছে। পাশাপাশি ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস চারটি অ্যাম্বুলেন্স ও একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে।
বিমানে কতজন যাত্রী ছিল বা কেউ হতাহত হয়েছেন কি না, সেই তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।
দুর্ঘটনার পর সাউথএন্ড বিমানবন্দর পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে